বিবস্ত্র করে ফ্লাটে ‍আটকে রেখে ‍আইনজীবীকে নির্যাতনের অভিযোগ

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে অপহরণ করে একটি ফ্লাটে আটকে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। এসময় তাকে বিবস্ত্র করে এক নারীর সাথে ছবি তোলা হয় এবং এরপর তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।

গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে নগরীর অক্সফোর্ড মিশন রোড থেকে এ অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন, বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. খান মোহাম্মদ মোর্শেদ।

তিনি বলেন, মঙ্গলবার বিকেল ৩অংটার দিকে আদালতের কার্যক্রম শেষে নিজ বাসভবনের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন।

নগরীর অক্সফোর্ড মিশন রোড মসজিদের সামনে পৌছুলে অজ্ঞাত পরিচয় ৭-৮ জন দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় তাকে ভয়ভীতি দেখিয়ে চারটি মোটরসাইকেল মহড়ায় অক্সফোর্ড মিশন রোডের মুসলিম গোরস্থানের বিপরীতে সুরাইয়া ভিলার দ্বিতীয় তলার পূর্ব পার্শ্বের ফ্ল্যাটে নিয়ে যায়।

সেখানে নির্জন ফ্ল্যাটের একটি অন্ধকার কক্ষে নিয়ে তাকে বেধড়কভাবে মারধর করা হয়। অপহরণকারীরা জোরপূর্বক বিবস্ত্র করে অচেনা এক নারীর পাশে বসিয়ে মোবাইলে তার ছবি ও ভিডিও ধারণ করে।

অপহরণকারীরা সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে।

পরে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বিকাশের পিন নম্বর ও ব্যাংকের এটিএম কার্ডসহ পিন নম্বর নিয়ে নেয়। এসময় উক্ত আইনজীবী অপহরণকারীদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করার প্রলোভন দিয়ে ছাড়া পেয়ে আইনজীবী সমিতির নিজ কক্ষে এসে পুলিশকে অবহিত করেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসা তালাবদ্ধ পেয়েছে। তারা জানতে পেরেছে পলিন নামে এক ব্যক্তি ওই ফ্ল্যাটের ভাড়াটিয়া। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন এ্যাড. মোর্শেদ।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার তদন্ত চলছে। আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্ত ভাড়াটিয়া আসিফুজ্জামান পলিনের ব্যবহৃত ফোন নম্বরে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //