পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের সাবেক সংসদ সদস্য এসএম শাহজাদাসহ ৮ জনের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে পটুয়াখালী দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি করে দশমিনা উপজেলার খারিজা বেতাগীর মৃত আবুল কাশেম মৃধার ছেলে আশ্রাব মৃধা। অভিযোগ আমলে নিয়ে ৭ দিনের মধ্য পিবিআই পুলিশ সুপারকে প্রতিবেদন দিতে বলেন বিচার আশিকুর রহমান।
অ্যাডভোকেট আবুল্লাহ আল নোমান এমন তথ্য নিশ্চিত করেছেন।
অপর আসামি হলেন- লুৎফর রহমান, সুমন সরদার, শামীম সরদার, রিপন হাওলাদার, শাহিন মৃধা, সোহাগ সরদার এবং রুবেল মৃধা। এছাড়াও অভিযোগে ২০ থেকে ৩০ জনকে অজ্ঞাত রাখা হয়েছে।
মামলায় বাদী বলেন- পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সাবেক এমপি এসএম শাহজাদার চাচাতো ভাই সুমন সরদার ও শামীম সরদার ২০২৩ সালের ২৬ জানুয়ারিতে বাদীর ওপর হামলা চালিয়ে জখম এবং দুইটি মোটরসাইকেল ও বসত ঘরে ভাংচুর চালায়। এ ঘটনায় দশমিনা থানায় মামলা করলে পুলিশ তদন্ত করে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দেন। এতে আসামিরা ক্ষিপ্ত হয়ে চলতি বছরের ৯ এপ্রিল বাদীর পরিবারের ওপর হামলা চালিয়ে ১০ লাখ টাকা দাবি করে পূর্বের মামলা প্রত্যাহার করে প্রভাবিত করে। ঘটনার পর সরকারী দলের প্রভাবে মামলা করতে সাহস পায়নি বলে মামলা উল্লেখ করেন বাদী।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh