শিমুলিয়া ঘাটে চাঁদা আদায়, দুই বিএনপি নেতাকে বহিস্কার

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ফেরিঘাট, মাছঘাট ও ট্রলারঘাটের নিয়ন্ত্রণ নিয়ে চাঁদা তোলার অভিযোগে কুমারভোগ ইউনিয়ন বিএনপির সভাপতি কাউসার তালুকদার ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনিকে তাদের পদ ও দল থেকে বহিস্কার করা হয়েছে। 

আজ রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মো. কামরুজ্জামান রতন স্বাক্ষরিত এক চিঠিতে এই বহিষ্কারাদেশ দেন।

চিঠিগুলোতে বলা হয়, কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনি আপনাদের জানানো যাচ্ছে যে, গত ২৯ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র মোতাবেক দলীয় আদর্শ পরিপন্থী কাজ করার জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। উক্ত কারণ দর্শানোর লিখিত জবাব ৩০ আগষ্ট আমার কাছে প্রেরণ করেছেন।

আপনাদের প্রেরিত কারণ দর্শানোর জবাব পর্যালোচনা করে সন্তুষ্টি ও আশ্বস্ত না হতে পারায় জেলা আহবায়ক কমিটি কাউসার তালুকদারকে সভাপতি পদ ও জেলা বিএনপি সদস্য পদ থেকে এবং আনোয়ার হোসেন জনিকে সাধারণ সম্পাদক পদ থেকে সাময়িক ভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে স্থায়ীভাবে আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় বিএনপিকে অবহিত করে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণে সুপারিশ করা হবে।

এর আগে শিমুলিয়া ঘাট থেকে অবৈধ ভাবে চাঁদা আদায় করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পেয়ে গত বৃহস্পতিবার কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনিকে কারণ দর্শাতে নোটিশ করা হয়।

ইজারাদার সূত্রে জানা যায়, পদ্মা সেতু উদ্বোধনের পর শিমুলিয়া ঘাট দিয়ে যাত্রী পারাপার বন্ধ হয়ে যায়। তবে প্রতিদিন কয়েক হাজার দর্শনার্থী এখানে বেড়াতে আসেন। চলতি অর্থবছরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছ থেকে লৌহজং উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সুলতান মোল্লা প্রায় ১ কোটি ৪২ লাখ টাকায় ঘাটের ইজারা নেন। পাশাপাশি ৮ লাখ টাকায় দুটি ট্রলার ঘাট ও ১০ লাখ টাকায় মাছ ঘাটেরও ইজারা নেন তিনি।

ইজারাদার ও স্থানীয় সূত্রে আরও জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি নেতা কাউসার তালুকদার এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জনির নেতৃত্বে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের একটি দল ঘাটের সব ব্যবসা দখলে নেন। তারা ১৬ আগস্ট ঘাটের পার্কিং, ট্রলার ঘাট, দোকান, রেস্তোরাঁ থেকে টাকা তুলতে শুরু করেন। পর দিন ঘাটের দায়িত্বে থাকা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি শেখ মেহেদি হাসানকে মারধর করে ঘাট থেকে বের করে দেন। পরে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনির সঙ্গে সমঝোতায় আসতে বাধ্য হন ইজারাদার। গত ২০ আগস্ট থেকে কাউসার তালুকদার ও আনোয়ার হোসেন জনি গং শিমুলিয়া ঘাট থেকে প্রতিদিন লক্ষাধিক টাকা চাঁদা তুলে নিজেদের কাছে রাখছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh