বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৮ পিএম
আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৯ পিএম
আওয়ামী লীগ সরকারের গত প্রায় ১৬ বছরে দেয়া লাইসেন্সের আগ্নেয়ান্ত্র জমা দেয়ার শেষ দিন ছিল মঙ্গলবার। শেষ দিন পর্যন্ত বরিশাল মহানগরীসহ জেলায় মোট ১৮৪ আগ্নেয়াস্ত্র জমা হওয়ার কথা জানিয়েছে পুলিশ।
বরিশাল জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বরিশালে ব্যক্তিপর্যায়ে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে ১৪১টি। সে অনুযায়ী এখনো ৪০টি অস্ত্র জমা হয়নি। এসব অস্ত্র উদ্ধারে যৌথবাহিনী পরিচালনা করবে বলে জানিয়েছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করীম জানান, মেট্রোপলিটন এলাকায় মোট ১৪১টি অস্ত্রের লাইসেন্সের মধ্যে মঙ্গলবার রাত ১০টা পর্যন্ত মোট ১০১টি আগ্নেয়াস্ত্র জমা হয়েছে মহানগরীর চারটি থানায়।
অপরদিকে, বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম জানিয়েছেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে তাদের জেলার ১০টি থানায় অস্ত্র জমা পড়েছে ৮৩টি। তার আগেই ১৫০টি অস্ত্র জমা ছিল তাদের কাছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ‘জেলা ও মহানগর এলাকায় ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তি পর্যায়ে ১৯৬টি লাইসেন্স দিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর মধ্যে বেশিরভাগ লাইসেন্সের মালিক আওয়ামী লীগ নেতা বা অনুসারীরা।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ত্যাগ করেন। সেই সাথে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের নেতারাও। এরই মধ্যে বরিশালে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীদের বিরুদ্ধে মামলাও হয়েছে। যাদের অনেকের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স রয়েছে। তারা আত্মগোপন এবং গ্রেপ্তারের ভয়ে আগ্নেয়াস্ত্র জমা দিতে পারেননি বলে ধারনা সংশ্লিষ্টদের।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh