রাজশাহীর পুঠিয়ায় মজির উদ্দিন নামে এক ব্যক্তি গুলিতে নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনের নামে হত্যা মামলা হয়েছে।
গতকাল বুধবার (৪ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে পুঠিয়া থানায় হাজির হয়ে নিহতের স্ত্রী মোছা. মাছুফা মামলাটি করেন। পরে থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বাদীর অভিযোগ গ্রহণ করে মামলা রেকর্ড করেন।
এ মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল ওয়াদুদ দারাসহ ১৭৯ জন আওয়ামী লীগ নেতাকে আসামি করা হয়েছে।
এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি দুপুর সাড়ে ৩টার সময় উপজেলার বানেশ্বর মসজিদ মার্কেটের সামনে পেঁয়াজহাটা নামক স্থানে উপরোক্ত আসামিদের নির্দেশে অন্যান্য আসামিরা মজির উদ্দিনকে গুলি করে হত্যা করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh