কক্সবাজার সদরের পিএমখালীর মাইজপাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ অবৈধ দেশী-বিদেশী অস্ত্র, গোলাবারুদ উদ্ধার করা হয়।
আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোররাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট নওশের ইবনে হালিমের উপস্থিতিতে র্যাব, সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেন।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবুল কালাম চৌধুরী।
গ্রেপ্তারকৃতরা হলেন- মৃত কবির আহাম্মদের ছেলে কলিম উল্লাহ (৩৪), মৃত ফুরকান আহাম্মদের ছেলে মো. খোরশেদ আলম (৩৭), মো. শফিউল্লাহর ছেলে মো. হাসান শরীফ লাদেন (২০), মোহাম্মদ আলীর ছেলে মো. শাহিন (২৩), মাহাবুল্লাহর ছেলে মো. মিজান (২০), মৃত কবির আহাম্মদের ছেলে আব্দুল মালেক (৪৮), মাহমুদুল হকের ছেলে আব্দুল হাই (২৪), মাহমুদুল হকের ছেলে আব্দুল আজিজ (২৫)। গ্রেপ্তার সকলেই কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের মাইজপাড়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা। বিভিন্ন অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছেন, গোয়েন্দা নজরদারীর মাধ্যমে পিএমখালীসহ পার্শ্ববর্তী এলাকায় অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজি, ছিনতাই, আধিপত্য বিস্তার ও বিভিন্ন অপরাধে জড়িত বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সম্পর্কে তথ্য পাওয়া যায়। এ সকল সন্ত্রাসীরা বারবার মাথাচাড়া দিয়ে উঠার ফলে দেশী-বিদেশী অবৈধ অস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের দৌরাত্ম দিন দিন বৃদ্ধি পেয়েছিল। এমন পরিস্থিতিতে সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনগণের জানমাল রক্ষার্থে এই আটজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়- ২টি বিদেশী পিস্তল, ৩টি ওয়ানশুটার গান, ২টি এলজি পিস্তল, ৪৮ রাউন্ড কার্তুজ, ৩টি ম্যাগাজিন, ৫টি দামা, ২টি কিরিচ, ১টি চাইনিজ কুড়াল এবং ১টি চেইন।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. আবুল কালাম চৌধুরী বলেন, উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ গ্রেপ্তারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh