সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ৩ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন। তাদেরকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুতে এই ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার সত্যাতা নিশ্চিত করেন।
মো. আব্দুল কাদের জিলানী বলেন, সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোর ৫টার দিকে বঙ্গবন্ধু সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই মারা যান তিন যাত্রী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিনজনকে উদ্ধার করে। এ সময় আহত আটজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। ট্রাকটি দুর্ঘটনার পরপরই চলে গেছে। নিহত তিনজনের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh