বিএনপির কর্মকাণ্ডেও আ.লীগের ফ্যাসিবাদ ফুটে উঠছে: নুর

গণ-অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশে নৈরাজ্য প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান হয়নি। এখন আবার আরেকটি রাজনৈতিক দল সন্ত্রাস, লুটপাট দখলবাজী ও নৈরাজ্যে লিপ্ত হয়েছে। যা দেশের ভাবমূর্তিকে বিনষ্ট করছে। বিএনপির কর্মকাণ্ডেও আওয়ামী লীগের ফ্যাসিবাদ ফুটে উঠছে। এটাকে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। দেশের মানুষকে শান্তি দিতে হলে তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নিতে হবে। 

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবে আয়োজিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

নুর আরো বলেন, দেশের মানুষের বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে আন্দোলন সংগ্রাম করেছি। তাতে বিএনপিসহ একাধিক দল অংশ নেন। অগণিত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী আওয়ামী লীগের পতন ঘটিয়ে জয় প্রতিষ্ঠা হয়েছে। কিন্তু আবার যদি দেশে সেই নৈরাজ্য প্রতিষ্ঠা হয়, তা হলে কেনো আন্দোলন সংগ্রাম করেছি। দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনে আবারো ঐক্যবদ্ধ হবো। তবুও নৈরাজ্য বাহিনীকে প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না।

অন্তর্বর্তী সরকার ও যৌথ বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে যেমন যৌথবাহিনী মাঠে নামানো হয়েছে। এই মাফিয়াদের দমন করতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করতে হবে। আমি আমার জেলায় আসছি, সেখানে পদে পদে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এটা কেমন মানসিকতা। বর্তমান উপদেষ্টা সরকারকে স্বাধীন ও মুক্ত গণমাধ্যম নিশ্চিত করতে হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- পটুয়াখালী গণ-অধিকার পরিষদের জেলা শাখার সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক শাহআলম শিকদার প্রমুখ। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh