চট্টগ্রামে আমদানি করা লোহার স্ক্র্যাপ বহনকারী ট্রাক আটকে চাঁদাবাজির অভিযোগে যুবদলের এক নেতাসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে সেনাবাহিনী।
আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের হালিশহর এলাকার ওয়াপদায় এই ঘটনা ঘটে।
আটক ফজলুল করিম চৌধুরী সীতাকুণ্ড উপজেলা যুবদলের আহবায়ক বলে জানিয়েছে স্থানীয় এবং পুলিশ সূত্র। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর থেকে খালাস করে পোর্ট কানেক্টিং রোড দিয়ে আমদানি করা লোহার স্ক্র্যাপ নিয়ে যাচ্ছিল আবুল খায়ের কোম্পানির (একেএস) একটি ট্রাক। চলন্ত ট্রাকের পিছনে উঠে কিছু পথশিশু ও ছেলে সেখান থেকে লোহার স্ক্র্যাপ রাস্তায় ফেলছিল। ড্রাইভার ও হেলপার বিষয়টি খেয়াল করলে ওয়াপদা এলাকায় থামে তারা। ট্রাক থেকে নেমে তাদের ধরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সেখানে হাজির হন ফজলুল। পরে তিনি ড্রাইভারকে আবুল খায়েরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এসে তার সঙ্গে কথা বলতে চাপ দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে হালিশহর থানার টহল পুলিশ আসে। পুলিশের সঙ্গেও বাগবিতণ্ডায় লিপ্ত হন ফজলুল। একপর্যায়ে পুলিশের পক্ষ থেকে সেনাবাহিনীকে বিষয়টি জানানো হয়। সেনাবাহিনীর একটি দল সেখানে গিয়ে ফজলুলকে আটক করে। পরে তাকেসহ দুইজনকে থানায় নিয়ে যাওয়া হয়।
হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, সেনাবাহিনীর সদস্যরা তাকে থানায় আটক করে দিয়ে গেছে। আমরা তার রাজনৈতিক পরিচয় জানি না। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh