লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৫ পিএম
আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ পিএম
লালমনিরহাটের কালীগঞ্জে সমাজসেবা কার্যালয়ে কর্মরত এক কর্মকর্তার পরিবারের কাছে নিজেকে ছাত্রদলের নেতা পরিচয় ও মামলার হুমকি দিয়ে চাঁদা দাবি করে সামসুল হক লিমন (২৪) নামে এক যুবক। লিমন কালীগঞ্জ উপজেলার কাশিরাম এলাকার রবিউল ইসলামের ছেলে।
ভুক্তভোগী যাকারিয়া হোসেন লেবু জানান, সম্প্রতি লিমন ছাত্রদলের পরিচয় দিয়ে আমাকে ফোন করে বলে যে আমার পরিবার সদস্যদের নামে দুর্নীতির অভিযোগ রয়েছে। তাকে পঞ্চাশ হাজার টাকা না দিলে হত্যা মামলাসহ বিভিন্ন মামলায় আমাদের জড়িয়ে দিবে। পরে আমরা বিষয়টি বিএনপি অফিসে অবগত করি। পরে রবিবার দুপুরে স্থানীয় নেতারা তাকে অফিসে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করে। এসময় অভিযুক্ত লিমন চাঁদা চাওয়ার বিষয়টি স্বীকার করলে তাকে সতর্ক করে স্থানীয় ইউপি সদস্যের হাতে তুলে দেওয়া হয়।
চাঁদা চাওয়ার বিষয় স্বীকার করে অভিযুক্ত লিমন জানান, আমাকে আওয়ামী লীগের শাসন আমলে স্থানীয় লোকজন হুমকি-ধমকি দিয়েছিল, তার প্রতিশোধ নিতে আমি তাদের ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা দাবি করেছিলাম। পরবর্তীতে আমি ওই পরিবারের কাছে মাফ চেয়েছি। তারা আমাকে কোন টাকা পয়সা দেয়নি।
কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফারহান উদ্দিন পাশা জানান, ছাত্র দলের পরিচয় দিয়ে লিমন নামে এক ছেলে চাঁদা দাবি করেছিলেন, বিষয়টি আমাদের নেতাকর্মীদের নজরে আসে। পরে ওই ছেলেকে সতর্ক করে দেওয়া হয়েছে। তাকে স্থানীয় মেম্বারের হাতে তুলে দেওয়া হয়েছে। লিমন ছাত্রদলের কোন কমিটিতে নেই, সে দলের নাম ভাঙ্গানোর চেষ্টা করেছে। এ বিষয়ে আমরা সতর্ক রয়েছি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh