সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে মেসার্স এসএন ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান।
গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে হতাহতের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নির্ধারণ এবং এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি।
কমিটির সদস্যরা হলেন- পুলিশ সুপার, শিল্পাঞ্চল পুলিশের চট্টগ্রাম প্রতিনিধি, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার একেএম রফিকুল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. আবদুল মালেক, সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন, সহকারী বিস্ফোরক পরিদর্শক এসএম সাখাওয়াত হোসাইন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহকারী পরিদর্শক শুভংকর দত্ত।
এ বিস্ফোরণে কারখানায় কর্মরত অবস্থায় ১২ জন দগ্ধ হয়। তাৎক্ষণিক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হলেও এদের মধ্যে ১০ জনের শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তাদের শারীরিক পরিস্থিতির অবনতি হলে মালিক পক্ষের ব্যবস্থাপনায় ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে পাঠানো হয়। তবে শনিবার রাতে এদের মধ্যে একজন মারা যান।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh