চট্টগ্রামে হাছান-নওফেলসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামের লালদিঘী জেলা পরিষদ মার্কেটের সামনে রবিন নামে এক ১৪ বছরের কিশোর গুলিবিদ্ধের ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ১৩০ জনের নামে উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ২৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।  

গতকাল শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে নগরের কোতোয়ালী থানার মামলাটি করেন রবিনের পিতা বেলাল ভূঁইয়া।

মামলার অন্য আসামিরা হলেন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, আরশাদুল আলম বাচ্চু, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দীন, নুরুল মোস্তফা টিনু ও শেবাল দাশ সুমনসহ ১৩০ জন।  

মামলার বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী থানার ভার্রপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়েদুল হক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ বিজয় মিছিলে অংশগ্রহণ করেন রবিন। মিছিল নগরের কোতোয়ালী থানার জেলা পরিষদ মার্কেটে সামনে ছোড়া গুলিতে রবিনের বাম পায়ের গোড়ালিতে গুলিবিদ্ধ হয়ে  ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। আসামিদের ছোড়া গুলিতে এবং কিরিচ, রাম দা, লোহার রড, লাঠি দিয়ে হত্যার উদ্দেশ্যে রবিনসহ বিজয় মিছিলে অংশগ্রহণকারী অনেককে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে। আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ ইন্ধনে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh