ঝিনাইদহের কালীগঞ্জ শহরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে রুহুল আমিন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শ্রীলক্ষ্মী সিনেমা হলের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন যশোর সদর উপজেলার পরানপুর গ্রামের আবু বক্কারের ছেলে। তিনি এসএস অফিস এনজিওর ঝিনাইদহ শাখায় ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকাল ১০টার দিকে মোটরসাইকেলযোগে রুহুল ঝিনাইদহ থেকে যশোরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শ্রীলক্ষ্মী সিনেমা হলের সামনে এলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর পড়ে যান। এ সময় পিছন দিক থেকে আরেক মোটরসাইকেল এসে তার শরীরে আঘাত করে। গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শম্পা মোদক জানান, হাসপাতালে আনার আগেই রুহুলের মৃত্যু হয়েছে। তিনি মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছেন।
কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ কালীগঞ্জ সড়ক দুর্ঘটনা নিহত যুবক নিহত
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh