নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম
আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ পিএম
বিটিএস ফ্যানক্লাবের টানে শরীয়তপুরে ১১ বছরের এক কিশোরী কোরিয়ায় উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। বাড়িতে রেখে যায় চিরকুট। যেখানে ওই তরুণী বিটিএস ফ্যানক্লাবের ভক্ত দাবি করে কোরিয়ায় যাওয়ার কথা জানান। সেই চিরকুটের সূত্র ধরে অবশেষে উদ্ধার করা হয় ওই কিশোরীকে।
গতকাল রবিবার (৯ সেপ্টেম্বর) রাতে উদ্ধার হওয়া ওই কিশোরীকে পরিবারের কাছে হস্তান্তর করে র্যাব। এ সময় সন্তানদের নজরদারিতে রাখতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানায় র্যাব।
র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার মো. শাহরিয়ার রিফাত অভি জানান, শরীয়তপুর জেলার পালং থানার ঋষিপাড়া এলাকার বাইতুল সালাম মহিলা মডেল মাদ্রাসার চতুর্থ শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ে রবিবার সকাল ৬টার দিকে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়িতে ফেরার কথা থাকলেও সে বাড়িতে আসেনি। পরে তার পড়ার টেবিলে একটি চিরকুট দেখতে পায় পরিবার। সেখানে ওই কিশোরী নিজেকে কোরিয়া ভিত্তিক অনলাইন বিটিএস ফ্যানক্লাবের ভক্ত এবং সে কোরিয়ার যাওয়ার জন্যে বাড়ি থেকে ঢাকায় যাচ্ছেন বলে লিখে যান। বিষয়টি বুঝতে পেরে কিশোরীর পরিবার থাকায় জিডি করে র্যাবের সঙ্গে যোগাযোগ করে।
পরে পরিবারের দেয়া তথ্য মতে র্যাব তথ্য-প্রযুক্তির সহায়তায় কিশোরীর লোকেশন শনাক্ত করে। অবশেষে সন্ধ্যার দিকে ওই কিশোরীকে ঢাকার আজিমপুর কবরস্থানে একটি স্কুলের সামনে থেকে ট্রাফিক পুলিশের মাধ্যমে জিম্মায় নেয়া হয়। পরে রাতে র্যাব ওই কিশোরীকে তার পরিবারের কাছে হস্তান্তর করে। প্রাথমিকভাবে ওই কিশোরী বিটিএস ফ্যানক্লাবের ভক্ত বলে স্বীকার করেছে।
শাহরিয়ার রিফাত অভি আরও জানান, মূলত বিটিএস এর বিভিন্ন ছবি ব্যবহার করে বাংলাদেশে বসবাসকারী সুযোগ সন্ধানী একটি চক্র উঠতি বয়সী ছেলে-মেয়েদের মানব পাচার করছে। এ ধরণের অপরাধ হ্রাস করতে প্রতিটি পরিবারকে সজাগ দৃষ্টি রাখার জন্যে অনুরোধ জানান তিনি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh