গাজীপুরের কাশিমপুরের ভবানীপুর এলাকায় বিগবস করপোরেশন লিমিটেড নামক পোশাক তৈরির কারখানায় আগুন দিয়েছে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড কারখানার আন্দোলনরত শ্রমিকরা। এসময় ওই কারখানার প্রায় অর্ধশতাধিক দোকানপাট ভাংচুর করেন। হামলায় বাধা দেয়ায় ওই কারখানার অর্ধ শতাধিক শ্রমিক আহত হয়েছেন।
বিগবস করপোরেশন লিমিটেড কারখানা কর্তৃপক্ষ জানায়, দুপুর ১২টার দিকে বেক্সিমকো কারখানার কয়েক হাজার শ্রমিক ওই কারখানার সামনে থাকা দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর করেন। কারখানার সামনে ব্যাংক এশিয়ার বুথে থাকা ৪টি মনিটর ভাংচুর করেন। পরের ওই কারখানার কেমিকেলের গুদামে আগুন ধরিয়ে দেন। দুপুর ৩টার দিয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh