শেরপুর জেলা সদরের চর জঙ্গলদি গ্রামে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত লালু খা (৫০) ওই এলাকার কালু খার ছেলে। আহতদের শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হলে
এদিকে, এলাকায় একজনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের লোকজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যান। নিহতের পরিবারের বিক্ষুব্ধ লোকজন পরে হামলাকারীদের বাড়ি ঘরে আক্রমণ করে ভাংচুর ও লুটতরাজ চালায় বলে স্থানীয়রা জানিয়েছেন। সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শেরপুর সদর থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন চর জঙ্গলদি গ্রামে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আমরা ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছি।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় আড়াই একর আবাদি জমি নিয়ে সদর উপজেলার চন্দ্রদি গ্রামে দীর্ঘদিন ধরে খা বংশ ও কামার বংশের মধ্যে বিরোধ চলে আসছিল। এর আগেও কয়েক দফা পরস্পরের মধ্যে হামলা-পাল্ট-হামলার ঘটনা ঘটেছে। এরই জের ধরে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই দুই গোষ্টির মধ্যে জমির দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় প্রতিপক্ষের হামলায় দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হলে পাঁচজনকে শেরপুর জেলা হাসপাতালে আনা হয়। বেলা ১১টার দিকে জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লালু খার মৃত্যু ঘটে এবং গুরুতর অবস্থায় তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেরপুর জমি নিয়ে সংঘর্ষ প্রতিপক্ষের হামলা নিহত আহত
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh