খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৫ পিএম
আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪১ পিএম
খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, আমরা স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের হয়রানি, মামলা-হামলার শিকার হয়েছি। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। হাসিনা সরকারের পতন হলেও তার দোসররা এখনো দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা জিয়া পরিষদের উদ্যোগে সম্প্রীতির সমাবেশে এসব কথা বলে তিনি।
তিনি বলেন, পলাতক সরকার গত ১৬ বছরে শিক্ষা, স্বাস্থ্য, প্রশাসনসহ প্রতি সেক্টরে দলীয়করণ করেছে। দেশের জনগণকে দমন-পীড়ন করে আজীবন ক্ষমতায় থাকতে চেয়েছিল। দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে।
সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া বলেন, সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। ফ্যাসিস্ট সরকারের কোনো দোসরকে সুযোগ দেওয়া হবে না।
সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে আমরা যারা বিএনপির বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম তাদেরকে বিভিন্নভাবে হয়রানি, চাকুরিচ্যুত এবং শিক্ষকদের সীমান্ত এলাকার কাছাকাছি বদলি করে হয়রানি করেছে। খাগড়াছড়ি জেলা পরিষদ ছিল দুর্নীতির আতুঁড়ঘর। নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিলেন তারা। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। নতুন বাংলাদেশে আমরা প্রাণ খুলে কথা বলার অধিকার চাই।
সম্প্রীতি সমাবেশে জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম. এন. আবছার, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিন্টু ও অনিমেষ চাকমা রিংকু।
খাগড়াছড়ি পৌর টাউন হল সম্মেলন কক্ষে খাগড়াছড়ি জেলা জিয়া পরিষদের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথী, জেলা যুব দলের সভাপতি মাহবুবুর আলম সবুজসহ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতারা।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh