কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৯ পিএম
আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০৪ পিএম
কক্সবাজার সমুদ্র উপকূলে আরও একজনের মরদেহ ভেসে এসেছে। এনিয়ে গত তিন দিনে ছয় মরদেহ ভেসে এসেছে।
আজ রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে কক্সবাজার শহরের পশ্চিম কুতুবদিয়া পাড়া সমুদ্র উপকূলে মরদেহটি ভেসে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন সি-সেইফ লাইফগার্ডের সিনিয়র লাইফগার্ড মোহাম্মদ ওসমান।
তিনি বলেন, ভোরে লাইফগার্ড কর্মীরা ভেসে আসা মরদেহটি দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসাপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও এটি বঙ্গোপসাগরে ট্রলারসহ নিখোঁজ জেলেদের একজন বলেও জানান তিনি। এর আগে শুক্রবার ও শনিবার দুইদিনে পাঁচ জনের মরদেহ ভেসে এসে কক্সবাজার সমুদ্র উপকূলে।
কক্সবাজার জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে সাগরে মাছ ধরতে যাওয়া ৮টি ফিশিং ট্রলারসহ ৭০ জেলে নিখোঁজ ছিল।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার সমুদ্র উপকূল মরদেহ ভেসে এলো মরদেহ
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh