দুই দিন বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। 

এদিকে, আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে এ দু-দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন।

তিনি জানান, ঈদে মিলাদুন্নবী (স.) ও ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সোমবার-মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। 

বেনাপোল আর্ন্তজাতিক চেকপোষ্ট ইমিগ্রেশন পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম জানান, ছুটির কারণে বেনাপোল বন্দরে দু-দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দু-দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক থাকবে।

বেনাপোল বন্দরের ডাইরেক্টর রেজাউল করিম জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) ও ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকায় সোমবার-মঙ্গলবার বেনাপোল বন্দরে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

তবে দু-দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আগামীকাল মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য লোড আনলোডসহ সকল ধরনের বাণিজ্যিক কার্যক্রম চলবে। 

আগামী বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যসহ বন্দরের সকল কার্যক্রম চালু হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh