পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৪ পিএম
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম
পিরোজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারীদের মতবিনিময় সভায় হামলার ঘটনায় ৭ জন আহত হয়েছেন। এতে গুরুতর আহত পিরোজপুরের সমন্বয়কারী রেদওয়ানুল ইসলাম ও ইমরান হোসেন নামের দুইজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সভায় এ ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় সমন্বয়কারীরা পুনরায় তাদের মতবিনিময় সভা শুরু করেন।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার বিভিন্ন উপজেলার কর্মীদের সাথে মতবিনিময় সভার আয়োজন করেন। এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টিম প্রধান হিসাবে আ: হান্নান মাসুদ, সানজানা আফিফা অদিতি, এসএম সাঈদ, হাসিবুল হাসান শান্ত, সাব্বির উদ্দিন রিয়ন, জিহাদ হোসেন, শাহিদুল ইসলাম শাহিদ ও ফারিয়া সুলতানা লিজা যোগদান করেন।
হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরের সমন্বয়কারী রেদওয়ানুল ইসলাম বলেন, ছাত্রলীগের একটি গ্রুপ ওই মতবিনিময় সভায় হামলা করে। এতে তিনিসহ কয়েকজন আহত হন।
এ বিষয়ে শাহরিয়ার আমিন সাগর বলেন, আজকের বিশৃঙ্খলা কোনো গ্রুপের মধ্যে হয়নি। ছাত্রদের মধ্যে কোনো গ্রুপ নেই। একটি সংগঠনের কিছু লোক আজকে এ সংঘর্ষের ঘটনা ঘটিয়েছে। পিরোজপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের কোনো সমন্বয়ক কমিটি নেই।
বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ জানান, আমি ৯১টি গুলি শরীরে নিয়ে এক দফা ঘোষণা করেছি। যে অন্যের মতামত গ্রহণ করতে পারবে না, সে-ই ফ্যাসিস্ট। আমাদের আন্দোলন ফ্যাসিস্টদের বিরুদ্ধে। ৬৯, ৭১, ৯১-এর গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়েছে কিন্তু ২০২৪-এর আন্দোলন ব্যর্থ হতে দেব না। প্রয়োজনে আমরা আবার আন্দোলনে নামব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেতরে কোনো গ্রুপ বা ভেদাভেদ থাকবে না। কেউ বৈষম্য সৃষ্টি করতে চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়া হবে বলেও জানান এই সমন্বয়ক।
এদিকে পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, কোন হামলার ঘটনা ঘটে নি। নিজেদের ভিতর বসা নিয়ে হাতাহাতি সৃষ্টি হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পিরোজপুরের সমন্বয়কারী সমন্বয়কারীদের মতবিনিময় সভা মতবিনিময় সভায় হামলার ঘটনা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh