শিক্ষকদের সম্মান ফিরিয়ে আনতে ও বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার সুষ্ঠু পরিবেশের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গভঃ মডেল গার্লস হাই স্কুলের শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা প্লে কার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে এই বিক্ষোভ করেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করেন।
এ সময় শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, একটি মহল নিজেদের স্বার্থ হাসিলে শিক্ষার্থীদের একাংশকে ভুল বুঝিয়ে বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির মিথ্যা অভিযোগ তুলেছে। এতে ৬ জন শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখা হয়েছে। এতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত হচ্ছে। ফলে শিক্ষার্থীরা বিষয়টির গভীর তদন্ত করে শিক্ষকদের সসম্মানে ফিরিয়ে আনতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানান।
পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নানা দাবি তুলে ধরে জেলা প্রশাসক মো. দিদারুল আলমের সাথে দেখা করেন। এসময় জেলা প্রশাসক বিষয়টি তদন্ত করে দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh