‘রোহিঙ্গা ভোটারে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে’

কক্সবাজার জেলার নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের সময় কক্সবাজারে হাজার হাজার রোহিঙ্গা ভোটার হয়েছে। এসব রোহিঙ্গারা পরিচয় গোপন করে জনপ্রতিনিধি ও দালালের মাধ্যমে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এ কার্যক্রমের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে। 

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন অফিসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কক্সবাজার জেলায় বিভিন্ন শর্তে বর্তমানে ভোটার কার্যক্রম চলমান রয়েছে। এ কার্যক্রমে রোহিঙ্গারা যেন ভোটার হতে না পারে সে বিষয়ে সবাইকে সর্তকতা থাকার আহ্বান জানিয়েছেন কক্সবাজার জেলার এ নির্বাচন কর্মকর্তা।

আবার যারা বিভিন্ন প্রভাবশালীদের আত্মীয় স্বজন পরিচয়ে ভোটার হয়েছেন, তাদের বিরুদ্ধেও দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা নাজিম উদ্দিন। 

এ বিষয়ে তিনি কক্সবাজারের কর্মরত সব সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh