সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৫ পিএম
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের দহপাড়া গ্রামের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আশরাফ আলী (৩৫) পূনিমাগাতী ইউপির বামন ঘিয়ালা এলাকার ইদ্রিস আলীর ছেলে।
আশরাফ আলী গত তিন দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরিবারের লোকজন আত্বীয়ের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি।
মঙ্গলবার সকালে দহপাড়া গ্রামের পুকুরে অজ্ঞাত ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে উল্লাপাড়া থানা পুলিশ। পরে পরিবার সদস্যরা লাশটি আশরাফ আলীর বলে শনাক্ত করেন।
উল্লাপাড়া থানার ওসি মো. রকিব হাসান বলেন, পুকুরে লাশ ভেসে থাকার খবর পেলে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। ময়নাতদন্তের জন্য লাশ সিরাজগঞ্জ বেগম ফজিলাতুন্নেসা মুজিব ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh