কক্সবাজারে বিশ্বমানের পর্যটন ব্যবস্থা নিশ্চিত করতে চায় ট্যুরিস্ট পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা করে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে অর্জিত সফলতার পথ ধরে এখন রাষ্ট্র সংস্কার চলছে। যে কোন বিপ্লবের পর ভঙ্গুর অবস্থা সৃষ্টি হয়। এর সুফল পেতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, কক্সবাজার হচ্ছে সারা বাংলাদেশের ফোকাস। কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন শহর বানাতে ট্যুরিস্ট পুলিশ ভূমিকা রাখতে চায়। অতীতে কক্সবাজারের ভাবমর্যাদা ক্ষুণ্ন হওয়ার মত কিছু সংবাদ প্রকাশ পেয়েছে। এখন থেকে তা যেনো না হয় সেজন্য ট্যুরিস্ট পুলিশ আরও সক্রিয় এবং সতর্ক থাকবে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সৈকতের ট্যুরিস্ট পুলিশ কার্যালয়ে এক মতবিনিময় সভায় অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা আরও বলেন, সকলের মতামতের ভিত্তিতে দেশে বিদেশে যেনো কক্সবাজারের ভাবমর্যাদা আরও বৃদ্ধি পায় সে ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ সময় বক্তারা বলেন, কক্সবাজারের পর্যটন ও পর্যটকদের নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন নিয়ে ট্যুরিস্ট পুলিশের আরও আন্তরিক ও সতর্ক হওয়া দরকার। পাশাপাশি  বিভিন্ন সংবাদকর্মী ও সামাজিক যোগাযোগে মাধ্যমে পর্যটন বিষয়ে সংবাদ পরিবেশন ও লেখালেখির বিষয়ে সবাইকে সতর্ক হওয়ার আহবান জানানো হয়।

সৈকতে আওয়ামী দুঃশাসনের সময় দখলদারদের অবিলম্বে উচ্ছেদ ও বীচ ম্যানেজমেন্ট কমিটির নামের চাঁদাবাজ কমিটি বাতিল ও পুনঃগঠনেরও দাবী জানানো হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের পুলিশ সুপার শাকিল আহমদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট তানভীর হোসেন, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি মাহবুবুর রহমান, হোটেল মোটেল গেষ্ট হাউজ মালিক সমিতির সভাপতি আবুল কাসেম সিকদার, বিএনপি নেতা রফিকুল হুদা চৌধুরীসহ রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিভিন্ন সংবাদ মিডিয়ার প্রতিনিধিগণ এবং পর্যটন সংশ্লিষ্টরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh