গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরে গোসল করতে নেমে জীবন দাস (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের হাজী বাড়ির মসজিদের পুকুরে এই ঘটনা ঘটে।  

নিহত জীবন পাহান (১৭) দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শংকর পাহানের ছেলে।  

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জীবন বসুরহাট টু সোনাপুর সড়কে একজন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিন কাজ শেষে সন্ধ্যার দিকে উপজেলার ভূঁইয়ারহাট বাজার সংলগ্ন হাজী বাড়ির পুকুরে গোসল করতেন। শনিবার সন্ধ্যার দিকে তিনি কয়েকজন শ্রমিকের সঙ্গে পুকুরে গোসল করতে নামলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা যান। খবর পেয়ে কবিরহাট ফায়ার সার্ভিস স্টেশনের একদল সদস্য রাত পৌনে ৮টার দিকে পুকুরে তল্লাশী চালিয়ে তার মরদেহ উদ্ধার করে।  

কবিরহাট থানার উপপরিদর্শক (এস আই) হাবীবুর রহমান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh