কক্সবাজারে ৩৫ হাজার পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৫০) নামে এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। এ সময় তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা চালককেও আটক করা হয়।
আজ রবিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।
আটক জাহাঙ্গীর আলম ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল।
আটক সিএনজি অটোরিকশা চালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার মৃত আমির হোসেনের ছেলে।
ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন তথ্যের ভিত্তিতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করা হয়। এসময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
তিনিও আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর আলম ঢাকা জেলা কোর্টে কর্মরত। এর আগে তিনি কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবে চাকরিরত ছিলেন।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh