শেষ হলো পাহাড়ের ৭২ ঘণ্টার অবরোধ

খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সংঘাত-হামলার প্রতিবাদে তিন পার্বত্য জেলায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি শেষ হয়েছে।

গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় এ কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে বলে ইউপিডিএফের খাগড়াছড়ির জেলা সংগঠক অংগ্য মারমা জানান।

এর আগে বিকালে রাঙ্গামাটির সাজেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে অবরোধ সমর্থনকারীরা। সমাবেশ থেকে অবরোধের সমাপ্তি ঘোষণা করা হয়।

গত বুধবার খাগড়াছড়িতে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি লারমা স্কয়ারের দিকে যাওয়ার সময় সংঘর্ষের সূত্রপাত হয়।

এক পর্যায়ে লারমা স্কয়ারে দোকানপাট ও বসত বাড়িতে আগুন দেয় দুষ্কৃতকারীরা। এ সংঘাত খাগড়াছড়ি জেলা সদর ও রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়।

দীঘিনালার ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার রাতভর জেলা সদরে গোলাগুলির ঘটনা ঘটে। এ নিয়ে পুরো জেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খাগড়াছড়ির সংঘাতের জেরে সহিংসতা ছড়িয়ে পড়ে আরেক পার্বত্য শহর রাঙ্গামাটিতেও। সেখানে সংঘর্ষে একজন মারা যান। আহত হন অন্তত ৫০ জন।

দীঘিনালা, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতায় চারজন নিহতের ঘটনায় শুক্রবার ঢাকায় শুক্রবার বিক্ষুব্ধ জুম্ম ছাত্র–জনতার বিক্ষোভ সমাবেশ থেকে তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এতে সর্বাত্মক সমর্থন দেয় আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ। অবরোধে খাগড়াছড়ির সাথে রাঙ্গামাটি, ঢাকা ও চট্টগ্রামের দূরপাল্লার যাত্রীবাহী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়।

সহিংসতার ৫ দিন পর মামলা: খাগড়াছড়ির দীঘিনালা বাস স্টেশন সংলগ্ন লারমা স্কয়ারে সহিংসতার ঘটনায় মামলা করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক। সহিংসতার ৫ দিন পর গতকাল দীঘিনালা থানা পুলিশের উপপরিদর্শক নুর উদ্দিন বাদী হয়ে মামলা ফৌজদারি আইনে মামলাটি দায়ের করেন।

অবরোধে খাগড়াছড়ির সঙ্গে রাঙ্গামাটি, ঢাকা ও চট্টগ্রাম সঙ্গে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ হয়ে যায়।

ইউপিডিএফের খাগড়াছড়ির জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, সোমবার সন্ধ্যা ছয়টা থেকে অবরোধ কর্মসূচি সমাপ্তি করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বিক্ষুব্ধ জুম্ম ছাত্র সমাজের পক্ষ থেকে ইমেইল বার্তায় প্রেস বিজ্ঞপ্তি ও পরবর্তী কর্মসূচি দেওয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh