কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫০ পিএম
আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম
কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানে গিয়ে ডাকাতদের গুলিতে সেনাবাহিনীর এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়ায় ডাকাতের গুলিতে গুরুতর আহত হন ওই সেনা কর্মকর্তা। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
নিহত তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) সেনাবাহিনীর লেফটেন্যান্ট ছিলেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া জানান, সোমবার রাতে সেনাবাহিনীর একটি দল ডুলাহাজারার মাইজপাড়া গ্রামে অস্ত্র উদ্ধার অভিযানে যায়। রাত সাড়ে ৩টায় সশস্ত্র ডাকাত দেখে দ্রুত আটক করতে গেলে লেফটেন্যান্ট তানজিমের সঙ্গে ডাকাতদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতরা গুলি ছুড়লে গুরুতর আহত হন সেনা কর্মকর্তা তানজিম। পরে কক্সবাজার নেওয়ার পথে তিনি মারা যান।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নেওয়া হয়েছে।
ওসি মনজুর কাদের জানান, সেনাবাহিনীর এ অভিযানে ডাকাত দলের সদস্য জিয়াবুল, বেলালসহ ছয়জনকে আটক করা হয়েছে। জব্দ করা হয়েছে অস্ত্রও।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh