শেরপুরে আদালতের হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া চাঞ্চল্যকর জাল টাকার মামলার রিমান্ড মঞ্জুর হওয়া আসামি রাজু আহমেদকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নবীনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা পুলিশ। রাজু নকলা উপজেলার বানেশ্বর্দী গ্রামের মানিক মিয়ার ছেলে। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম।
এর আগে গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জেলা জজ আদালত ভবনের নিচে থাকা হাজতখানা থেকে পালিয়ে যান রাজু আহমেদ। এদিকে পালানোর পরপরই রাজুকে গ্রেপ্তারে অভিযানে নামে পুলিশ।
এ ব্যাপারে কোর্ট পুলিশের পরিদর্শক মো. জিয়াউর রহমান জানান, হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যাওয়া রাজু আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, জাল টাকা হেফাজতে রাখা ও কারবারের অভিযোগে পলাতক রাজু আহমেদসহ নালিতাবাড়ী উপজেলার পশ্চিম গুগড়াকান্দি গ্রামের শহিজ উদ্দিন আহালুর ছেলে মো. শাহিন (২৭) ও নকলা উপজেলার ভুরদী গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আনোয়ার হোসেন বাবুকে (৬৫) মঙ্গলবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে তাদের প্রত্যেকের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শুভপর্ণা চন্দ।
পরে বিকেল ৪টার দিকে ওই ৩ আসামিকে আদালত থেকে কোর্ট হাজতখানায় নিয়ে যান কর্তব্যরত পুলিশ সদস্যরা। এর কিছুক্ষণ পরই রাজু ও শাহিন কৌশলে পালালে আদালত অঙ্গনেই আটক হন শাহিন। এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য হাজত ইনচার্জ এসআই আব্দুল বারীসহ ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh