Logo
×

Follow Us

জেলার খবর

কবি সুলতান স্যান্নালের ওপর হামলার অভিযোগ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪, ১৮:১৯

কবি সুলতান স্যান্নালের ওপর হামলার অভিযোগ

কবি সুলতান স্যান্নাল। ছবি: সংগৃহীত

বগুড়া লেখক চক্রের সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার জেরে কবি সুলতান স্যান্নালের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার (৬ অক্টোবর) রাত ১০টায় বগুড়া শহরের সাতমাথার টেম্পল রোডস্থ উদীচী কার্যালয়ের সামনে এ হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় রাতেই লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, সাফোয়ান আমিনসহ অজ্ঞাত ৪-৫ জনের নামে সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

কবি সুলতান স্যান্নাল বগুড়ার শিবগঞ্জ উপজেলার উত্তর শ্যামপুরের তজমাল হকের ছেলে। তার প্রকৃত নাম সুলতান হোসেন। পাঠক মহলে তিনি সুলতান স্যান্নাল নামে পরিচিত। 

অভিযোগে তিনি উল্লেখ করেছেন, ইসলাম রফিক বিগত ১৬ বছর ধরে বগুড়া লেখক চক্রের সভাপতির পদ দখল করে রেখেছেন। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় আবারও একইভাবে সভাপতির পদ ধরে রাখার অপচেষ্টা করায় আমি ফেসবুকে বগুড়া লেখক চক্র সংক্রান্ত বিষয়ে বিস্তারিত লিখে পোস্ট করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে ৪-৫ জন অজ্ঞাত ভাড়াটিয়া লোক দিয়ে আমার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করে হত্যার হুমকি দিয়ে ফেলে রেখে যায়। 

পরে আমার চিৎকার শুনে ঘটনাস্থল থেকে কিছুটা দূরত্বে থাকা আমার বন্ধু-বান্ধব এবং স্থানীয়রা এসে আমাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যায়। 

সুলতান স্যান্নাল বলেন, গতকাল রাতে আমার কবি-সাহিত্যিক বন্ধুদের সঙ্গে বগুড়া খোকন পার্কে আড্ডা শেষে বাড়ি ফিরছিলাম। আমার সঙ্গে কবি তালাশ তালুকদার এবং মশিউর রহমান ছিলেন। উদীচীর সামনে পৌঁছালে সাফোয়ান আমিন আমাকে পেছন থেকে ডাক দেয়। ওই সময় আমি তালাশ তালুকদার এবং মশিউর রহমানের থেকে দলছুট হয়ে যাই। সাফোয়ান আমিনের কাছে পৌঁছালে তিনি কোনো ফেসবুকে আমার দেওয়া স্ট্যাটাস এবং তালাশ তালুকদারের স্ট্যাটাসে মন্তব্যের জের টেনে কিছু বুঝে উঠার আগেই আমাকে চড়-থাপ্পর মারতে শুরু করে। আমি প্রতিরোধ করতে গেলে তার সঙ্গে থাকা আরও ৪-৫ জন আমার ওপর হামলা চালায়। 

বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক বলেন, সুলতান স্যান্নালের ওপর হামলা বা মারপিটের ঘটনা আমার জানা নেই। গতকাল রাত ১১টা পর্যন্ত আমরা এক কবির জন্মদিনের অনুষ্ঠানে ছিলাম। 

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মইনুদ্দীন বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য একজন সাব ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫