পাচারের জন্য নেওয়া হয়েছিল ২৪ রোহিঙ্গাকে, সাগরে ভাসছিল ১০ দিন

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলীয় এলাকা থেকে নারী-পুরুষসহ ২৪ রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। এরা সাগরে ১০ দিন ধরে নৌকায় ভেসে বেড়াচ্ছিল। 

আজ সোমবার (১৪ অক্টোবর) ভোরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবর পেয়ে অভিযান চালিয়ে মালয়েশিয়া যেতে ব্যর্থ ২৪ জন রোহিঙ্গা নারী ও পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। তারা উখিয়া ও টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

তিনি আরও বলেন, উদ্ধার রোহিঙ্গাদের ব্যাপারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উখিয়ার ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা খুরশিদা বেগম বলেন, আমরা মালেয়শিয়া যাওয়ার উদ্দেশে টেকনাফ থেকে ট্রলারে যাত্রা করেছিলাম। মিয়ানমারের নৌবাহিনী জলসীমা অতিক্রমের সময় বাধা দেয়। মাঝি নৌকা ঘুরিয়ে ফেলে এদিকে চলে আসে। আমরা সাগরের মাঝে ১০ দিন ছিলাম।

পুলিশের বরাত দিয়ে ২০২৩ সালে গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, ২০১৬ থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের সময় ১ হাজার ১৩৪ জনকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে বেশিরভাগ রোহিঙ্গা। এ সব ঘটনায় উখিয়া ও টেকনাফ থানায় ১ হাজার ২০০ জনকে আসামি করে দায়ের করা হয় ৮৫টি মামলা এবং গ্রেপ্তার করা হয় ৫০৮ জন পাচারকারীকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh