পুঠিয়ায় পুলিশ ছদ্মবেশে আ.লীগ নেতার বাড়িতে ডাকাতি

রাজশাহীর পুঠিয়ায় দিনে দুপুরে পুলিশের ছদ্মবেশে ডাকাত দল আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে জোরপূর্বক মোটরসাইকেল নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রবিবার (১৩ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার ভাল্লুকগাছী ইউনিয়ন পরিষদের পাশে আওয়ামী লীগ নেতা সুলতানের নিজ  বাড়িতে ডাকাতির ঘটনাটি ঘটে।

ভুক্তভোগী মেহেদী হাসান সুলতান (৪৩) রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ও বিগত ৪ নং ভালুকগাছি ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী ছিলেন। তিনি ভালুকগাছি কাউন্সিল সংলগ্ন এলাকার মৃত. আব্দুর রাজ্জাক ছেলে।

আওয়ামী লীগ নেতা সুলতান অভিযোগ করেন, গতকাল বিকেল ৪টায় তিনি নিজ বাসায় ঘুমিয়েছিলেন। তার স্ত্রী হঠাৎ তাকে ডেকে বলেন বাহিরে অপরিচিত পাঁচজন লোক তাকে ডাকছেন। তাদের গায়ে পুলিশ লেখা জ্যাকেট ছিল। তিনি ঘরের ভিতর থেকে পুলিশ দেখে ভয়ে অন্য দরজা দিয়ে পালিয়ে যান। তিনি মনে করেছিলেন যেহেতু তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, এজন্য তাকে আটক করার জন্য পুলিশ এসেছে। কিছুক্ষণ পরে বাসায় ফিরে তার স্ত্রীর কাছে জানতে পারেন, তার হিরো গ্ল্যামার ১২৫ সিসি মোটরসাইকেলটি নিয়ে যান ডাকাতদল। যার নম্বর রাজশাহী হ-১৭-২৫৭০।

মোটরসাইকেলটি নিয়ে যাবার সময় আমার স্ত্রীকে তারা বলেন, আমি নাটোরের রাজা। মোটরসাইকেলটি নিয়ে গেলাম। আপনার স্বামী এলে বলবেন। আমি তখনই পুঠিয়া থানায় যোগাযোগ করলে তারা জানান, আমাকে আটক করার জন্য কোন পুলিশ পাঠানো হয়নি। পরবর্তীতে থানা পুলিশের একটি দল আমার বাড়িতে এলে তাদের কাছে আমি মৌখিক অভিযোগ করি এবং আমার মোটরসাইকেলটি ডাকাতদল নিয়ে গেছে সেটা বুঝতে পারি। এ বিষয়ে পুঠিয়া থানা পুলিশ জানিয়েছেন মোটরসাইকেলটি উদ্ধারে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

একাধিক প্রত্যক্ষদর্শী জানান, আগত ব্যক্তিদের গায়ে পুলিশ লিখা জ্যাকেট ছিল এবং তাদের কাছে অস্ত্র ছিল। তারা যে দুইটি মোটরসাইকেলে এসেছিল সেই মোটরসাইকেলেও পুলিশের স্টিকার লাগানো ছিল। তারা মোটরসাইকেলটি নিয়ে যেতে দেখেছেন। এলাকাবাসী তাদের বাধা দিলে তারা অস্ত্র দেখিয়ে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন।

এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার-ইন-চার্জ (ওসি) কবীর হোসেন জানান, তিনি ঘটনা সম্পর্কে শুনেছেন। তবে এ বিষয়ে থানায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh