নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৮:২৮ এএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০১:১৬ পিএম
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৩ যাত্রী।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে কোতোয়ালি থানার মল্লিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে মহাসড়কে প্রায় ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
ফরিদপুর করিমপুর হাইওয়ে থানা (মাদারীপুর রিজিওন) অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাস্থলে হাইওয়ের রেকারের সাহায্যে দুর্ঘটনাকবলিত বাস সরিয়ে নিহতদের বের করা হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে সহায়তা করেন।
তিনি আরও বলেন, রাস্তায় গাড়ি চলাচল স্বাভাবিক আছে। আহত ও নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া মেনে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh