ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট: ১৫ অক্টোবর ২০২৪, ০৭:৪৯ পিএম
ঝিনাইদহে এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় জান্নাতুল ফেরদৌস (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছেন।
আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) ঝিনাইদহ সদর পাগলাকানাই ইউনিয়নের ভড়ুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত জান্নাতুল ফেরদৌস ভড়ুয়াপাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি মুক্তিযোদ্ধা মশিউর রহমান মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের ছাত্রী ছিলেন।
জান্নাতুল ফেরদৌসের ভাই আলামিন বলেন, জান্নাতুল ফেরদৌস এবার এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তিনি ফেল করেছেন। এটি শোনার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে আমরা জানালা ভেঙে তাকে উদ্ধার করি। চিকিৎসকের কাছে নেওয়া হলে জান্নাতুল ফেরদৌসকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতের স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, পরীক্ষায় ফেল করার কারণে আত্মহত্যা করে জান্নাতুল ফেরদৌস মারা গেছেন।
স্থানীয় এবং পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঝিনাইদহ এইচএসসি পরীক্ষা ছাত্রীর আত্মহত্যা
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh