পুঠিয়ায় জমি দখল করে গাছ কাটার অভিযোগ

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় দলীয় প্রভাব খাটিয়ে বসতবাড়িসহ একটি বাগান দখলের অভিযোগ উঠেছে তালেব বাহিনীর বিরুদ্ধে। সে বাগানের ৩৩টি আমগাছ, ১৫টি মেহগনিগাছ এবং ৩৫টি কলা গাছ কেটে ধ্বংস করে দুষ্কৃতকারী বাহিনীরা।

গত সোমবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ইউনিয়নের ফুলকার পাড়া মৌজার বাগানে ঘটনাটি ঘটে বলে জানা গেছে।

জমির মালিক দোয়েল অভিযোগ করে বলেন, ফুলকার পাড়া মৌজায় ১৪৫২ খতিয়ানে, ৬৯৪ ও ৯৭৮ দাগের ৩৫ শতাংশ জমির বাগানটি পৈত্রিক সূত্রে প্রাপ্ত হয়ে অদ্যাবধি আমি ভোগ দখল করে আসছিলাম। আমার বাগানে ৩৩টি আম গাছের পাশাপাশি ১৫টি মেহেগনি গাছ এবং ৩৫টি কলাগাছ ছিল। হঠাৎ দলীয় প্রভাব খাটিয়ে রাজশাহী জেলা চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের আবু তালেব (৪৫), কালাম (৬২), চারু মোহাম্মাদ (৫৫), নাদিম (৩০), গনি (৪২), আয়নাল (৪৫), মোস্তফা এবং সাগরসহ অজ্ঞাত কয়েকজন মিলে আমার বাগানটি অবৈধভাবে দখলে নিয়ে বাগানের বৃক্ষ ধ্বংস করেছে। খবর পেয়ে আমি ও আমার পরিবারের লোকজন বাগানে উপস্থিত হলে তারা আমাদের দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। আমি এ বিষয়ে পুঠিয়া থানায় ১৪ অক্টোবর উপস্থিত হয়ে একটি সাধারণ ডায়েরি করেছি।

ঘটনা সম্পর্কে জানতে গনিকে ফোন করলে তিনি বলেন, ঘটনাস্থলে আমি গিয়েছিলাম। বৃক্ষ নিধন হয়েছে এটা সত্য কিন্তু এই ঘটনার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। শুনেছি তালেব ওই জমির মালিক।

ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে তালেবকে মুঠোফোনে বার-বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এবিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, ঘটনাটির বিষয়ে আমি অবগত আছি। এটি বাদী-বিবাদীর পারিবারিক সমস্যা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh