নাটোরে বড়াইগ্রামে ট্রাক ও ন্যাশনাল ট্রাভেলসে মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৮ অক্টোবর) রাতে বড়াই-গ্রামের রেজুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উৎসব দত্ত ও শফিকুল ইসলাম। ন্যাশনাল ট্রাভেলস এর যাত্রী। সত্যতা নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানা ওসি মোঃ সিরাজুল ইসলাম।
ওসি মোঃ সিরাজুল ইসলাম বলেন, আজ রাতে সাড়ে আটটা দিকে ঢাকা থেকে রাজশাহী গামী ন্যাশনাল ট্রাভেলস ও ট্রাকের রেজুর মোর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুইজন যাত্রীর মৃত্যুবরণ করেন। এঘটনায় সামান্য কিছু যাত্রী আহত হয়েছে বলে জানান এ কর্মকর্তা।
ওসি আরো জানান,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্ট জব্দ করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : নাটোর সড়ক দুর্ঘটনা বড়াইগ্রাম
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh