রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের কর্মীদের হামলায় বিএনপির চার কর্মী গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার (২২ অক্টোবর) রাত সোয়া নয়টার দিকে জিউপাড়া ইউনিয়নের হাড়োখালি বাজারে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত মকলেছুর রহমান (৫০), মিজানুর রহমান (৫৫), আবুল বাসার (৪০), মতিউর রহমানকে (৩৫) আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, হাড়োখালি গ্রামের আওয়ামী লীগ কর্মী আসাদুল হক মাদক সেবন করে হাঁসুয়া হাতে নিয়ে সোমবার রাতে বাজারে গিয়ে বিএনপির লোকজনকে গালিগালাজ করতে থাকেন। বিএনপির কর্মী আবুল বাসার এ ঘটনার প্রতিবাদ করলে আসাদুল হাঁসুয়া দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। তাকে বাঁচাতে অপর বিএনপি কর্মীরা এগিয়ে আসলে আওয়ামী লীগের কর্মী রাসেল, তুহিনসহ ৭/৮ জন সংঘবদ্ধ হয়ে তাদের কুপিয়ে জখম করে। পরে তারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।
এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, খবর পেয়ে আমরা রাতেই ঘটনাস্থলে যাই। আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh