পুঠিয়ায় যৌথবাহিনীর অভিযানে বিপুল অস্ত্র জব্দ

রাজশাহীর পুঠিয়ায় যৌথবাহিনীর অভিযানে ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার (২২ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রামে সেনাবাহিনী ও র‌্যাব যৌথ অভিযান পরিচালনা করে এই অস্ত্রগুলো জব্দ করে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুইটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া ও দুইটি ধারালো ছুরি জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউ গ্রেপ্তার হয়নি।

এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া শেষে আলামতসহ বেলপুকুর থানায় অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh