ছাত্রদল কর্মীর ওপর হামলায় ৩৪ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ জংশন এলাকায় ছাত্রদল কর্মী নুরে আলম স্বাধীনের (২৭) ওপর হামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তার অঙ্গ সংঠনের ৩৪ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ মামলায় আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ অক্টোবর) শায়েস্তাগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন আহত স্বাধীনের বাবা হবিগঞ্জ সদর উপজেলার বাগুনীপাড়া গ্রামের মো. শাহজাহান মিয়া। 

মামলায় আসামিদের মধ্যে রয়েছেন- আনোয়ার হোসেন (৪৮), সারোয়ার আলম এ্যানি (২৬), সালাহ উদ্দিন (৩৪), এখলাছ মিয়া (২৮), নাইমুল ইসলাম রিয়াজ (২০), ইফতি মিয়া (২২), কাজী সোহাগ (২৬), সৌরভ মিয়া (২৮), এসআই সোহাগ (২৫), কমর উদ্দিন (৫০), আতিকুর রহমান অপু (৪৬) ও সিরাজ উদ্দিন (৪৬)।

আহত নুরে আলম স্বাধীন জানান, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ভূমিকা পালন করেন। এ জন্য তাকে একা পেয়ে শায়েস্তাগঞ্জ পৌরসভার তালুগড়াই গ্রামের আনোয়ার হোসেন, তার ছেলে পৌর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন এ্যানিসহ আওয়ামী লীগ, যুব লীগ, ছাত্র লীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালায়। এ হামলায় স্বাধীন আহত হয়। পরে তাকে ভর্তি করা হয় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে।   

মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলীপ কান্ত নাথ জানান, আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh