বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৪, ১০:৫৫ পিএম
আপডেট: ২৬ অক্টোবর ২০২৪, ১১:৪৫ পিএম
যশোরের ঝিকরগাছা উপজেলা বিএনপির শীর্ষ তিন পদে নেতা নির্বাচন করা হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) সকাল ৯ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার বিএম হাইস্কুল মাঠে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
বিএনপির নেতারা জানান, দীর্ঘ ১৫ বছর পর দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হওয়ায় উপজেলা বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা উজ্জীবিত।
বিএনপি সূত্রে জানা গেছে, উপজেলা বিএনপির নেতা নির্বাচনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে উপজেলা বিএনপির সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন। সাংগঠনিক সম্পাদক পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার মোট ১১টি ইউনিয়নে ভোটার সংখ্যা ৭৮১ জন (কাউন্সিলর)।
সভাপতি পদে সাবিরা সুলতানা মুন্নী ৪৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার প্রতিদ্বন্দ্বি মোর্তজা এলাহী টিপু পেয়েছেন ২৯০ ভোট।
সাধারণ সম্পাদক পদে ইমরান হাসান সামাদ নিপুন ২৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খোরশেদ আলম ২৪৩ ও আশফাকুজ্জামান খান রনি পেয়েছেন ২২৩ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মুরাদুন্নবী মুরাদ ৩৬৮ ও কাজী আব্দুস সাত্তার ৩৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের প্রতিদ্বন্দ্বি গোলাম কাদের বাবলু ২৯৯, এনামুল হক ২২৯ ও শাহিন আহম্মেদ পেয়েছেন ১৩৮ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে দুইজন নির্বাচিত হয়েছেন।
ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, ঝিকরগাছা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে নিরাপত্তা নেওয়া হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : যশোর ঝিকরগাছা উপজেলা বিএনপি নির্বাচন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh