বিএনপির অফিস ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

মানিকগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগের মামলায় পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালামকে (টিন সালাম) গ্রেপ্তার করেছে পুলিশ।

গত ৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (২৮ অক্টোবর) মানিকগঞ্জ জেলা ডিবি পুলিশের ইনচার্জ আব্দুল হাই তালুকদার সাংবাদিকদের এতথ্য নিশ্চিত করেন। তিনি জানান, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের পোড়রা এলাকায় তার নিজ বাসভবন আশা টাওয়ার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, গত ২৫ সেপ্টেম্বর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মানিকগঞ্জ পৌর শাখার আহবায়ক ও মানিকগঞ্জ জজকোর্টের আইনজীবী মো. মুরাদ হোসেন সদর থানায় ৯১ জনের নাম উল্লেখ করে এবং ১৫০ জন অজ্ঞাত দুষ্কৃতিকারীর বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। এ মামলায় এজাহার নামীয় আসামি আব্দুস সালাম। 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিকল্পনায় আসামিরা গত ৪ আগস্ট পেট্রোল ঢেলে মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ করে। এসময় বিএনপি অফিস এবং অফিসের পাশে রাখা একটি মোটরসাইকেল পুড়ে যায়। এ ঘটনায় অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করা হয়।

মানিকগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের ইনচার্জ আব্দুল হাই তালুকদার জানান, জেলা বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের কারা মামলায় আব্দুস সালাম এজাহারভুক্ত ৭২ নম্বর আসামি।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, আব্দুস সালামকে কোর্টে প্রেরণ করা হয়েছে। 

এ মামলায় আসামি রয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ ২৪১ জন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh