ঝিনাইদহে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঝিনাইদহে ৬ দফা দাবিতে সড়ক অবরোধসহ বিক্ষোভ মিছিল করেছে আইএইচটির শিক্ষার্থীরা। এ সময় নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে ঝিনাইদহ-হরিনাকুন্ডু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

আজ রবিবার (৩ নভেম্বর) সকাল ১১ টার দিকে শহরের আইএইচটি ক্যাম্পাসের সামনে তারা এ বিক্ষোভ করেন।

তাদের ছয়দফা দাবিগুলো হলো-

১. স্বতন্ত্র পরিদপ্তর গঠন।

২. ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেডের পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদসৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা ও অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালুকরণ।

৩. গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের গ্রেডের পদসৃষ্টি পূর্বক চাকুরিজীবীদের আনুপাতিক হারে পদন্নোতি বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগ বিধি এবং স্বাস্থ্য সুরক্ষা আইনে অন্তর্ভুক্তি করা।

৪. ঢাকা আইএইচটিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি নামকরণে বিদ্যালয়ে রূপান্তর করে বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য সকল আইএচইটির জন্য মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্লান গঠন করে প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করা।

৫. মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন।

৬. বি ফার্মসহ সকল অনুষদের বিএসসি, এমএসসি কোর্স চালুকরা ও স্কলারশিপসহ প্রশিক্ষণভাতা চালু করতে হবে।

এ সময় ছাত্র-ছাত্রী প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন- আবিদ হাসান, মেহেদী হাসান, হাদিউজ্জামান, ফাতেমা জান্নাতসহ বিভিন্ন বর্ষের অধ্যয়নরত ছাত্র-ছাত্রীরা। আন্দোলন চলাকালীন তারা ছয় দফা দাবিতে ব্যানার নিয়ে নানা স্লোগান দিতে থাকে। 

এ সময় সমন্বয়ক হাদিউজ্জামান পরবর্তী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্য বিভাগ ঘেরাও কর্মসূচির ঘোষণা দিয়ে বিক্ষোভ সমাপ্ত করেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh