ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গ্রেনেড, দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।
আজ বুধবার (৬ নভেম্বর) ভোর রাতে সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রাম থেকে সুজন নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।
সকালে কোস্ট গার্ড দক্ষিণ জোনের অপারেশন স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আটকৃত সুজন দীর্ঘদিন যাবত এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনসহ নানা অপরাধ করে আসছিলেন। আটকের সময় তার কাছ থেকে ৩টি গ্রেনেড, ১টি চাইনিজ ছুরি ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ভোলা গ্রেনেডসহ একজন আটক আটক
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh