ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডে আরও ১ মৃত্যু

ময়মনসিংহে ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় তোফাজ্জল হোসেন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত তোফাজ্জল হোসেন ময়মনসিংহ নগরীর নিজকল্পা গ্রামের আবদুস সালামের ছেলে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।

নিহতের বড় ভাই মো. সাইফ উদ্দিন খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, তোফাজ্জল হোসেন ময়মনসিংহ-টাঙ্গাইল সড়কে ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস এলাকায় আজহার ফিলিং স্টেশনে ইলেক্ট্রিক মিস্ত্রি হিসেবে কাজ করতেন। গত সোমবার দুপুরে ইন্ট্রাকো এলপি গ্যাস লিমিটেডের ফিলিং স্টেশনে ট্যাংকার থেকে গ্যাস আনলোডের সময় লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছিলেন তোফাজ্জল হোসেন।

এর আগে ঘটনাস্থলেই হিমেল আহমেদ (৩২) এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবদুল কদ্দুস (৮৫) ও আবুল হোসেন (৪৫) মারা যান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. শফিকুল ইসলাম খান বলেন, অগ্নিকাণ্ডে নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh