মানুষ নিজের জান-মালের সুরক্ষায় কী না করেন; নিরাপত্তা ব্যবস্থা হিসেবে তালা-চাবি, সুউচ্চ প্রাচীর, দুর্ভেদ্য বেষ্টনী, আধুনিক সিসি ক্যামেরাসহ উন্নত সব প্রযুক্তির ব্যবহার করেন। যেন দুর্নীতি জেঁকে বসা এই সময়ে ব্যক্তি থেকে সমাজ কেউ কাউকে সহজে বিশ্বাস করতে চায় না। ঠিক এই সময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের সততা শেখাতে ঠাকুরগাঁও দুর্নীতি দমন কার্যালয়ের পক্ষ থেকে ঠাকুরগাঁও সদর উপজেলার সুগার মিল উচ্চ বিদ্যালয় সততা স্টোর উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (৬ নভেম্বর ) দুপুরে উপজেলার সুগার মিল উচ্চ বিদ্যালয়ে ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও অর্থায়নে ‘সততা স্টোর’ উদ্বোধন করা হয়েছে। ‘দুর্নীতি করব না’, ‘দুর্নীতি মানব না’, ‘দুর্নীতি সইব না’— স্কুলের শিক্ষার্থীদের এই গানের মধ্য দিয়ে ‘সততা স্টোর’ এর উদ্বোধন শেষে তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শিক্ষা উপকরণ দেওয়া হয়। পরে স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সুগার মিলস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক মো. শাজাহান কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় পরিচালক দুর্নীতি দমন কমিশনার মো. তালেবুর রহমান। এ সময় তিনি সততা স্টোর উদ্বোধন করেন।
বিদ্যালয়টিতে স্থাপিত ‘সততা স্টোর’ শিক্ষার্থীদের জন্য নানা জাতীয় টিফিন-কেক, বিস্কুট, চানাচুর, লজেন্স এবং খাতা, কলম, পেন্সিল, রাখা হয়েছে। প্রতিটি দ্রব্যের গায়ে মূল্য লেখা রয়েছে। শিক্ষার্থীরা পছন্দমাফিক দ্রব্য কিনবে এবং সততার সাথে বাক্সে টাকা রেখে যাবে। এতে শিক্ষর্থীরা ছাত্র জীবন থেকেই সততার সাথে কাজ করতে অভ্যস্ত হবে।
এসময় বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত এসব ‘সততা স্টোর’ প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীরা পরস্পরে সৎ হওয়ার প্রতিযোগিতা করছে। এটা একটা শুভ ও ইতিবাচক দিক পরিবর্তন, সততার চর্চা। এভাবেই শিক্ষার্থীদের মানসিকতায় গুণগত পরিবর্তন আসবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন- ঠাকুরগাঁও দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক, ঠাকুরগাঁও জেলা শিক্ষা অফিসার মো. শাহিন আক্তার।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : ঠাকুরগাঁও সততা স্টোর বিদ্যালয় শিক্ষার্থী
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh