শেরপুরে বিপুল পরিমাণের ভারতীয় মদ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

আজ বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। এ সময় ৭৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। একটি মাইক্রোবাসযোগে মাদক কারবারিরা এই মদ নিয়ে যাচ্ছিল।

আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাদক কারবারি আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর ছনকান্দা গ্রামের জিয়ারুল হোসেনের আলী হোসেন (২৬)। 

নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh