শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪, ০৩:২০ পিএম
আপডেট: ০৭ নভেম্বর ২০২৪, ০৩:৩০ পিএম
শেরপুরের নালিতাবাড়ীতে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ করা হয়েছে। এ সময় দুইজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাতে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী দাওধারা কাটাবাড়ি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে। এ সময় ৭৭৪ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। একটি মাইক্রোবাসযোগে মাদক কারবারিরা এই মদ নিয়ে যাচ্ছিল।
আটককৃতরা হলেন- উপজেলার পূর্ব সমশ্চুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাদক কারবারি আশরাফুল ইসলাম (২৪) ও শেরপুর ছনকান্দা গ্রামের জিয়ারুল হোসেনের আলী হোসেন (২৬)।
নালিতাবাড়ী থানার ওসি ছানোয়ার হোসেন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : শেরপুর নালিতাবাড়ী পুলিশের অভিযান ভারতীয় মদ জব্দ
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh