কক্সবাজারের টেকনাফে নাফ নদীর শাহপরীর দ্বীপ মোহনা থেকে ধরে নিয়ে যাওয়া ২০ বাংলাদেশি জেলেকে বিজিবির মাধ্যমে ফেরত পাঠিয়েছে মিয়ানমারের আরাকান আর্মির সদস্যরা।
আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে অপহৃত এসব জেলেদের ফেরত আনে বিজিবি।
এর আগে গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এ ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।
টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জেলেদের নিরাপদে নিজ নিজ বাড়িতে ফেরত পাঠানো হয়েছে।
টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম ঘটনার দিন জানিয়েছেন, ২টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১৩টি ইঞ্জিন বিহীন নৌকাযোগে নাফ নদীর মোহনায় মাছ ধরাকালে ২০ জেলেকে ধরে নিয়ে যায়। আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলারযোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে গিয়েছিল। তাদের সকলের বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহাপরীরদ্বীপের জালিয়াপাড়ায়।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
বিষয় : কক্সবাজার টেকনাফ শাহপরীর দ্বীপ বাংলাদেশি জেলে
© 2025 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh