ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০১:০১ পিএম
আপডেট: ০৮ নভেম্বর ২০২৪, ০১:০৫ পিএম
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) তাহজীব আলম সিদ্দিকীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় ঝিনাইদহ সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়।
পরে সিনিয়র চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রুমানা আফরোজ তাকে জেল হাজতে পাঠান।
গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে র্যাব-৪ তাহজীব আলম সিদ্দিকীকে হত্যা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ঢাকার সাভার নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি হাসিনা সরকার পতনের পর আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় জামায়াত নেতা হত্যা মামলা রয়েছে।
উল্লেখ্য, তাহজীব ২০১৪ ও ২০১৮ সালে সংসদ সদস্য হলেও ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে হেরে যান। মুক্তিযুদ্ধের আগে ও পরে ছাত্রলীগকে নেতৃত্ব দেওয়া প্রয়াত নূরে আলম সিদ্দিকীর ছেলে তাহজীব।
সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh