গাইবান্ধায় শেখ হাসিনাসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

গাইবান্ধায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গাইবান্ধার সাবেক পুলিশ সুপার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ ১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৫০ থেকে ৬০ জনকে আসামি করে গাইবান্ধার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে গুলি ও হামলার ঘটনায় আজ সোমবার (১১ নভেম্বর) গাইবান্ধা সদর আমলী আদালতে এ মামলা করেন আন্দোলনে গুলিবিদ্ধ দর্জি ওয়াহেদুর রহমান।

বাদীর আইনজীবী রেজওয়ানুল হক মন্ডল জানান, আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই, গাইবান্ধাকে নির্দেশ প্রদান করেছেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাইবান্ধার তৎকালীন পুলিশ সুপার কামাল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন , সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা, জেলা আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জেলা যুবলীগের সভাপতি সরদার মো. সাঈদ হাসান লোটন, সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার, সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুনকে আসামি করা হয়েছে।

এছাড়া অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে।

মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সরকার পতনের আন্দোলন চলাকালে গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অতর্কিতভাবে হামলা ও গুলি চালানো হয়। এতে মামলার বাদী গাইবান্ধার সুন্দরগঞ্জের কিশামত হলদিয়া গ্রামের বাসিন্দা ওয়াহিদুর রহমানসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গাইবান্ধার এসপি, এএসপি, সদর থানার ওসি মিছিলে গুলি চালানোর হুকুম দেন এবং অন্য আসামিরা তাদের উপর হামলা করেন। মামলার বাদী এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh