নারায়ণগঞ্জে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (১২ নভেম্বর) রাত দশটায় সদর উপজেলার ফতুল্লা থানাধীন দক্ষিণ সস্তাপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত দুইজনকে হত্যায় অভিযুক্ত সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন ফতুল্লার দক্ষিণ সস্তাপুর এলাকায় তার শ্বশুরবাড়িতে অবস্থান করছেন। বিষয়টি নিশ্চিত হয়ে রাত দশটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামি সাইফুল ইসলাম স্বপনের বিরুদ্ধে আরো কোন মামলা আছে কিনা আমরা অনুসন্ধান করছি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে জেলা আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম স্বপনের বাড়ি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খাইল্লারচর গ্রামে। তিনি প্রায় দুই দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত রয়েছেন।

সাইফুল ইসলাম স্বপন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে আওয়ামী লীগ থেকে চারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর আস্থাভাজন ও ঘনিষ্ঠজন ছিলেন। সাবেক এম পি বাবুর আশীর্বাদেই স্বপন দুইবার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। বাবুর সমর্থনে সর্বশেষ নির্বাচনে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh